স্যালুট...তোমায়...ওজিল..!

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১৬ জুলাই, ২০১৪, ০৯:৩০:২০ রাত

'মেসুত ওজিল-----স্যালুট দেওয়া ছাড়া কিছুই করতে পারলাম না তোমার জন্য'

ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ শুরু হওয়ার আগে থেকেই সারা বিশ্বে এক অতুলনীয় অম্বালীন স্বাদ গ্রহন করা শুরু করেছিল গোটা বিশ্ববাসী।

কত দেশের কত রঙের পতাকা উড়েছিল গাছে,বাড়ীর ছাদে,দোকানে মাঠে সহ ইত্যাদি ইত্যাদিতে ।

কেউ সুন্দর খেলার দেশের সাপোর্টার আবার কেউ বা সুন্দর ব্যাক্তির খেলার সাপোর্টার..!

কেউ বা উম্মাদ হয়েছিলেন ব্রাজিল ব্রাজিল নিয়ে আবার কেউ বা আত্নহারা হয়েছিলেন আর্জেন্টিনা আর্জেন্টিনা নিয়ে।

...আবার কেউ বা তোমার দেশ জার্মানী সহ অন্য অন্য দেশের জন্য হাহাকার।

তুমিও মুসলিম...আবার আমাদের দেশ সহ গোটা বিশ্বের অনেকেই মুসলিম...

সে টুকু ছিল হিডেন...?

"সরিষার অতি ক্ষুদ্র দাঁনাগুলির মাঝে তুমি ছিলে উজ্জল হিরে কণা"

আমরা শুধু উপরের দাঁনাগুলি দেখেছি কিন্তু কখনও নিজের হাত দিয়ে সরিষার কণাগুলি উল্টাতে চাইনি যে__যদি কিছু একটা পেতে পারি।

আজ তুমি নিজে নিজেই সেই দাঁনাগুলির ভিতর থেকে এমন ভাবে আলোকিত হয়ে উঠলে...যাহা দেখে বিশ্বের গোটা মুসলিম জাতি বিবেকের অন্তারাল থেকে বুঝাতে পেরেছ___আমরা প্রকৃত মুসলমান।

আমরা বিলিয়ে দিতে পারি অপর মুসলমানের জন্য আমাদের নিবেদিত প্রাণ।

আজ তুমি সকলের মাঝে স্বরনীয় হয়ে থাকবে...এক উজ্জল নক্ষত্রের মত।

আর রোনালদোর কথা না বললেই নয়___তুমি ও তোমারা রোনলদোর মত ফুটবল জগতের মাঝে সব সময় এমন উজ্জল নক্ষত্রের মত সারাটি সময় উজ্জলতার সাথে থাক।

তোমার বিশ্বকাপ জয়ের সকল অর্থ অনাথ গাজা শিশুদের জন্য দান করার জন্য তোমাকে জানাচ্ছি........

-স্যালুট।

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245283
১৬ জুলাই ২০১৪ রাত ০৯:৫২
হতভাগা লিখেছেন : খবরটা যদি কয়দিন পর ফেক বলে প্রমানিত হয় ?
১৬ জুলাই ২০১৪ রাত ০৯:৫৪
190532

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> আমি মেঘ হবো লিখেছেন : এটা উনি (ওজিল) উনার ফেসবুক পেজে শেয়ার করেছেন। সুতরাং ফেক হওয়ার পসিবিলিটি কম।
১৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৪
190596
হতভাগা লিখেছেন : http://www.ibtimes.co.uk/arsenal-star-mesut-ozil-donates-3m-brazil-world-cup-winnings-gaza-1456910
245618
১৮ জুলাই ২০১৪ রাত ০২:৪১
রফছান খান লিখেছেন : বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ গাজার শিশুদের জন্য নয়, ব্রাজিলের শিশুদের জন্য প্রদান করা হবে বলে জানিয়েছেন জার্মানি ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল।
245669
১৮ জুলাই ২০১৪ সকাল ০৬:৪৫
শিকারিমন লিখেছেন : ওজিলের অনুদান গাজায় নয়, ব্রাজিলে
স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ গাজার শিশুদের জন্য নয়, ব্রাজিলের শিশুদের জন্য প্রদান করা হবে বলে জানিয়েছেন জার্মানি ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল।

বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়া ফেসবুক পেজে তা পরিস্কার করেন ওজিল।

ওজিল বলেন, প্রাপ্ত অর্থ ব্রাজিলের গুরুতর অসুস্থ ১১ শিশুর অপারেশনের জন্য প্রদান করবেন। প্রয়োজনে বোনাসের টাকা দিয়ে এ সংখ্যা ১১ থেকে ২৩ পর্যন্ত বাড়ানো হবে।

ওজিল তার ফেসবুকে শিশুদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, চারটি শিশুর সঙ্গে একটি বড় আকৃতির জুতা হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বশিরোপা জেতায় প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেয়ার ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায় প্রত্যেককে আরো দেড় লাখ ইউরো দেওয়া হয়।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে আলজেরিয়া ফুটবল দল তাদের প্রাইজমানি গাজার বাসিন্দাদের জন্য অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/307914.html#sthash.Pd721PCZ.ccsS8ev9.dpuf
300425
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
shaidur rahman siddik লিখেছেন : Puppy Dog Eyes

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File